জার্মান প্রবাসেঃ আমার সিরিয়ান রুমমেট

জার্মান প্রবাসেঃ আমার সিরিয়ান রুমমেট
Photo by José Ignacio Pompé / Unsplash

আমার এক সেস্রা ফ্ল্যাটমেট আছে, আরব দেশের।

সেস্রা বললাম কারণ আমি একবার অনেক শখ করে রাতের বেলা মুরগীর রোস্ট রান্না করলাম - রান্নার টাইমে চিপস খেয়ে ক্ষুধা নষ্ট করে ফেলায় রান্না শেষে না খেয়েই ঘুমায় গেসিলাম।সকালে উঠে ব্রাঞ্চ করবো ভেবে রান্না ঘরে গিয়ে দেখি রোস্ট নাই।

রোস্ট এর জায়গায় কাঁচা মাংস রাখা।

পরে এই সেস্রা এসে বলে, "Sorry I was very hungry, but I bought meat for you"

সংগত কারণেই আমি এই সেস্রার সাথে ওইভাবে মিশিনা।

কিন্ত আজকে কিছুক্ষণ কথা হল। আমাকে ওযু করতে দেখে বলল, তুমি মুসলিম?

হ্যা।

সুন্নি অর শিয়া?

সুন্নি।

আলহামদুলিল্লাহ ব্রাদার। তুমি তো ছয় মাসের মত ছিলেনা এখানে তখন তোমার ড্রয়ারের চা কফি চাল ডাল সব আমি খাইসি। সরি এবাউট দ্যাট। আমি একটু দ্বিধান্বিত ছিলাম যে খাবার গুলো হালাল কিনা। এখন জেনে ভাল লাগতেসে তুমি মুসলিম। তার মানে সব খাবার হালাল ছিল।

আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম।

চুরি কবে হালাল হইলো?