তুফান - নট আ মুভি রিভিউ

তুফান - নট আ মুভি রিভিউ

জীবনে প্রথম শাকিব খানের মুভি দেখলাম। তুফান - এইটা নাকি শাকিব খানের ক্যারিয়ারের বেস্ট ছবি – তাইলে অন্য ছবি না দেখে যে জীবনে কত সময় বাঁচাইসি সেইটা হিসাব করে নিজেকে আলী আবদাল মনে হচ্ছে।

মুভির কাহিনী প্রচন্ড লেইম। অবশ্য রায়হান রাফির সব মুভিই এমন। প্লটের আগা নাই মাথা নাই - লেইম কাহিনী থাকবে। কিন্ত এমন একটা হাইপ তুলবে যেন ও বাংলার ক্রিস্টোফার নোলান।

সেই হাইপের কারণে সুড়ঙ্গ এবং তুফান দেখলাম, এইটা অবশ্যই ওর ক্রেডিট। হাইপ তুলতে পারসে, এতটুকুই। একশন মুভি হলেও আমি পুরা মুভি জুড়ে হাহা করে হাসছি শাকিব খান সহ প্রত্যেকটা অভিনেতার ওভার এক্টিং এর জন্য। মনে হচ্ছিল ফেসবুক নিউজফিডে মিম দেখতেসি।

Shakib khan and his overacting

আমি আমার পরিচিত অনেককে চিনি যারা আমাকে চরম অপছন্দ করে - এরপরও তারা আমার সব লেখা পড়ে, ভিডিও দেখে, আমার সব ফেসবুক স্টোরি দেখে। ইচ্ছা করে বিরক্ত হওয়ার জন্যই দেখে... দেখি শালায় কি করসে।আমিও তেমনি বিরক্ত হওয়ার জন্যই মুভিটা দেখতে থাকলাম। দেখি লাস্টে কি করে।

যা ভাবসি তাই করেছে। এত প্রেডিক্টেবল জিনিস... বাট এইটা নাকি রায়হান নোলানের বিরাট টুইস্ট।

তবে, মুভির লাইটিং - সিনেমাটোগ্রাফি, কালার , একটা লং টেইক শট – এইসব ভাল ছিল। বাংলা সিনেমাতে আমি এমন আরামের কালার কম দেখসি। এইটাই একমাত্র জিনিস যা ভাল লাগসে। সিনেমাটোগ্রাফার তাহসিন রহমানের কাজ বরাবরই ভাল।

এই মুভিটা স্যুট টাই পরে সেজে গুজে প্রেজেন্টেশন দিতে যাওয়া ছেলেটার মত, যাকে দেখে মনে হচ্ছিল ফাটায় দিবে - কিন্ত দেখা গেল সে পেন্ড্রাইভে স্লাইড আনতে ভুলে গিয়ে ত্যালত্যালে হাসি দিচ্ছে।