মিডল ক্লাস মানুষের বিদেশ

মিডল ক্লাস মানুষের বিদেশ

মিডল ক্লাস মানুষের জন্য একটা ইজি স্কেপ হলো দেশ থেকে বাইরে চলে যাওয়া।

বাইরে বেশির ভাগ মানুষই মিডল ক্লাস। সেখানে মিডল ক্লাস লাইফ বেশ কম্ফোর্টেবল, গাড়ি বাড়ি কিনা সেখানে কোন বিগ ডিল না।

উন্নত বিশ্বে ডিফল্ট লাইফও বাংলাদেশের মিডল ক্লাস লাইফ থেকে ফার ফার বেটার।

কিন্তু সমস্যাটা অন্যখানে।

এই উন্নত জীবনটা বেশির ভাগ ক্ষেত্রেই আপনাকে একা ভোগ করা লাগবে। আপনার বাপ মা ভাই বোন দেশের নরকেই থাকবে।

মিডল ক্লাস সেন্টিমেন্টের ফ্যামিলি ভ্যালু নিয়ে বড় হওয়া যে কেউই তখন একটা অদ্ভুত গিল্টে ভোগে।

সুইস আল্পে কফিতে চুমুক দিয়ে ইন্সটাগ্রাম স্টোরি দিতে প্রথম সেকেন্ডে ভাল লাগলেও, দ্বিতীয় সেকেন্ডে মনে হবে আমার আম্মা এইখানে থাকলে ভাল হইত।

থার্ড ওয়ার্ল্ড কানট্রিতে জন্ম নেয়ার মত অভিশাপ আর হয়না। আমার দেশ বদলে দেয়ার মত বড় বড় হ্যাডমওলা স্বপ্ন নাই।

আমি জাস্ট বাপ মা ভাইদের নিয়ে এক সাথে একটা সুস্থ স্বাভাবিক নরমাল জীবন চাচ্ছিলাম। যেখানে জীবনের পাঁচটা ব্যাসিক নিড খুব স্বাভাবিক ভাবে ফুলফিল্ড হবে।Is it too much to ask?