জার্মান প্রবাসেঃ ক্যাশিয়ার

জার্মান প্রবাসেঃ ক্যাশিয়ার
Photo by Levin / Unsplash

গ্রোসারিতে ক্যাশিয়ার এত ফাস্ট আইটেম স্ক্যান করে পাস করতে থাকে যে সেগুলা ব্যাগে সময়মত ভরতে পারাটা চ্যালেঞ্জিং।

সবকিছু প্যাক করে রাজ্যের কনফিডেন্স নিয়ে আমি বললাম, Mit Karte Bitte [With card please]

এই এক লাইনই জার্মান পারি, এবং এইটা বলার টাইমে অনেক পুলকিত বোধ করি।

পেমেন্ট শেষে ক্যাশিয়ার জিগ্যেস করল, রিসিপ্ট লাগবে কিনা, আমি বললাম, "No"।

কখনোই নেই না।

লোকটা আবার জিগ্যেস করল রিসিপ্ট লাগবে কিনা।

আমি আবার বললাম, No, বেশ স্পষ্ট ভাবে এইবার।

লোকটা তৃতীয়বার জিগ্যেস করল, রিসিপ্ট লাগবে কিনা।

আমি বিরক্ত হয়ে "নো" বলে দেখি লাইনে থাকা বাকী মানুষ জন হাসছে।

এদের একজন বলল, "In German he was telling you - have a nice weekend".